
মাহবুবুর রহমান ভূঁইয়া,রাসেল খান,যাএাবাড়ী ডেমরা ঢাকা:
রাজধানীর ডেমরায় সীমানা নিয়ে বিরোধ করে আপন ভাবিকে বেধড়ক মারধরের অপরাধে গ্রেফতার রাকিবুল হাসান লালু (৫০) নামে এক পাষণ্ড দেবরকে রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিবাগত গভীর রাতে বামৈল মধ্যপাড়া এলাকা নিজবাড়ী থেকে লালুকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এ বিষয়ে শনিবার দিনগত রাতে ভুক্তভোগী রেহেনা বেগম লালুর বিরুদ্ধে মামলা করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। লালু ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে বামৈল মধ্যপাড়া এলাকায় মো. সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারী বৃহস্পতিবার রাতেই দেবনাথ থানায় অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে বামৈল মধ্যপাড়া এলাকায় রাকিবুল হাসান লালু ও তার ভাই সিরাজুল ইসলামের মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে সামাজিকভাবে পঞ্চায়েতের লোকজন সমাধান দিলেও তা মানেনি লালু। এদিকে গত বৃহস্পতিবার ওই পাষণ্ড সামাজিক রায়কে উপেক্ষা নিজের ইচ্ছামতো বাঁশ গেঁড়ে বেশি জমি দখল করে সীমানা নির্ধারণ করছিলেন। এ সময় বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে লালু তার বড় ভাইয়ের স্ত্রীকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত যখম করেন। এক পর্যায়ে লালু তার ভাবির শ্লীলতাহানি করেছে। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ভুক্তভোগী কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান, আমার ৩ টি মেয়ে, ছেলে নেই বলে সারা বছর লালু আমাদের নির্যাতন করে, গালমন্দ করা তো তার অভ্যাস। সে তার মা-বোনকেও মারধর সহ গালাগালি করে। আমাদের দুর্বল পেয়ে সে বেশি জায়গা নিতে বল প্রয়োগ করছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, আপন বড় ভাইয়ের স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগে লালুর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।