জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা নিজ ভবনে অগ্নিকাণ্ড

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৬:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বারিধারায় ডিওএইচএস স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বসবাস করা নিজ ভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডেরঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। সেই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবাল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচতলায় রান্না ঘরে মূলত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোনো বেগ ছাড়াই আগুন নিভে ফেলে। রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির তলার একটি বাইংহাউজ অফিস ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।

বারিধারা ডিওএইসএস এক নম্বর রোডের ১৫১ নম্বর ওই বাসাটির ২য় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও খবর

Sponsered content