রাজনীতি

প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৫:৩৬:০০ প্রিন্ট সংস্করণ

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (০৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে টুইট করেন তিনি।
টুইট বার্তায় তারেক রহমান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।
তারেক রহমান বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।

তারেক রহমান বলেন, এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে প্রদর্শন করে। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী।

আরও খবর

Sponsered content