প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৮:৪৯:২০ প্রিন্ট সংস্করণ
আ জা ডেক্স আন্তর্জাতিক:
যুক্তরাজ্যের মন্ত্রীসভা থেকে পদত্যাগের পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে দুর্নীতিতে অভিযুক্ত টিউলিপ সিদ্দি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
স্কাই নিউজের সঙ্গে আলাপকালে টিউলিপ বলেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবীরা প্রস্তুত।
আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার জন্য তিনি অনুতপ্ত কিনা জানতে চাইলে টিউলিপ সিদ্দিক বলেন, ‘আপনি আমার আইনি চিঠিটি কেন দেখেন না এবং দেখেন না যে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা; (বাংলাদেশী কর্তৃপক্ষ) একবারও আমার সাথে যোগাযোগ করেনি এবং আমি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি।
তিনি আরো বলেন, ‘কয়েক মাস ধরে (দুর্নীতির) অভিযোগ আসছে এবং কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্কাই নিউজকে বলেন, ব্রিটিশ এই এমপির বাংলাদেশে ‘বিপুল সম্পদ রয়েছে’ এবং তাকে জবাবদিহি করা উচিত।
পরে টিউলিপ সিদ্দিকের পক্ষে কাজ করা আইনজীবীরা কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি লেখেন এবং সেখানে অভিযোগগুলোকে ‘মিথ্যা এবং বিরক্তিকর’ বলে আখ্যায়িত করেন।
ওই চিঠিতে বলা হয়েছিল, কোনো প্রশ্ন থাকলে দুদককে ‘২০২৫ সালের ২৫ মার্চের মধ্যে’ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসা করতে হবে, অন্যথায় ‘আমরা ধরে নেব যে, উত্তর দেওয়ার জন্য কোনো বৈধ প্রশ্নের অবকাশ নেই।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো তার খালা শেখ হাসিনার সাথে তার সংশ্লিষ্টাতার ওপর কেন্দ্র করে সামনে এসেছে। কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী বিক্ষোভের পর গত বছরের আগস্টে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য নির্যাতনের অভিযোগ হাসিনার বিরুদ্ধে স্বৈরশাসক তকমা এনে দিয়েছে।