জাতীয়

ভুঁইফোর কোন সংগঠনের অনৈতিক হস্তক্ষেপে নারী কমিশনের প্রতিবেদন…ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

  প্রতিনিধি ৫ মে ২০২৫ , ২:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ভুঁইফোর কোন মানবাধিকার সংগঠনের অনৈতিক হস্তক্ষেপে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বহাল সহ্য করা হবে না। তথাকথিত নারী সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদন পুরোটাই এদেশের গণমানুষের জাতীয় চেতনাবোধ, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক ও সামাজিক বন্ধন পরিপন্থী। নারী অধিকার ও স্বাধীনতার ধুঁয়া তোলা এই ভূইফোর মানবাধিকার সংগঠনগুলো ইতিপূর্বেও এ জাতীয় বহু ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। বিগত দিনে তারা ফ্যাসিবাদের সহচর ছিল। তাদের লিঙ্গ সমতা ও বৈষম্য দূরীকরণের আড়ালে রয়েছে ট্রান্সজেন্ডার, সমকামিতা, অশ্লীলতা, ও লুচ্চামীকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে বৈধতা দেয়া।
লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ কষ্যিণকালেও সম্ভব নয় এবং এটা প্রাসঙ্গিকও নয়। নারী সংস্কার কমিশন গঠিত হয়েছিল নারীদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার জন্য। লিঙ্গ সমতা ও বৈষম্য দূরীকরণ এগুলো নারীবাদীদের পুরনো বোতলে নতুন মদ এর ন্যায় নতুন বয়ান।

আজ (সোমবার) ৫ মে-২০২৫, বিকাল ৫ টায় রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অর্থ-উপকমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, অ্যাডভোকেট মুস্তফা আল মামুন মনির, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, আলহাজ্ব আলাউদ্দিন, মাসুম বিল্লাহ, মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।

আরও খবর

Sponsered content