বিনোদন

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ১২:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ

মহসিন শামিম

প্রিয় কর্মস্থল বিএফডিসি ও চ্যানেল আইয়ে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সোনালী দিনের নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে চলচ্চিত্রের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও চ্যানেল আইয়ের প্রাঙ্গণে অঞ্জানার জানাজা অনুষ্ঠিত হয়।

বিগত কয়েক দিন ধরে ঢাকার পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই নায়িকাকে ঢাকর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।

অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ ও ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুই বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। অঞ্জনা তিন বার পেয়েছেন বাচসাস পুরস্কার।

আরও খবর

Sponsered content