সারাদেশ

শেখ হাসিনার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ :

জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম-খুন ও গনহত্যায় জড়িত প্রামানিত হওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর ইউটার্ন হয়ে রেন্ট-এ কার ষ্ট্যান্ডে সামনে দিয়ে গিয়ে পেপার মিলস এলাকা গিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়। এসময় মিছিলে নেতাকর্মীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম হোসেনের নেতৃত্বে এবং ৪নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী কবির হোসেনের সার্বিক তত্তাবধানে নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র, নেতাকর্মী ও সাধারণ মানুষদের হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনা জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম-খুন ও গনহত্যায় জড়িত প্রামানিত হয়েছে।
তাই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের নেতাকর্মীরা আজ রাজপথে বিক্ষোভ করেছে।
এ সময় নেতাকর্মীরা আত্মগোপনে থাকা আওয়ামী দোসরদেরও আটক করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়রগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সম্রাট আকবর, নারায়রগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মাহমুদ, মো. রুবেল মাহমুদ, মো. শাহিন, মো. বাবু, মো. রিফাত, মো. সিফাত, আনন্দ, মো. আকাশ হোসেন, মো. আসিফ, মো. শাহিন হোসেন, মো. সালাউদ্দিন, মো. বাপ্পি, মো. সারওয়ার হোসেন, মো. রিপন ও মো. মোকতার হোসেন সহ বিভিন্ন নেতাকর্মীরা প্রমুখ।

আরও খবর

Sponsered content