প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৮:৪২:৩০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নোয়াখালী:
নোয়াখালীর কবিরহাটে ছয় বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।এ ঘটনায় গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন ভুক্তভোগীদের মা।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ওসি মো.শাহীন মিয়া।
অভিযুক্ত ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের দিদার মিয়ার ছেলে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৫ মার্চ জমজ দুই শিশু তাদের ঘরের পাশে রাস্তার উপর খেলাধুলা করছিল। তখন তাদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ফরিদ দুই বোনের মধ্যে একজনকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার আরেক বোন মাকে গিয়ে বিষয়টি জানায়।
সঙ্গে সঙ্গে তাদের মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় অন্য শিশুটিও জানায় ২৩ মার্চ ফরিদ তার সঙ্গেও একই আচরণ করেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া আরো জানান, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারীও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।