ঢাকা, বাংলাদেশ শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ সফলভাবে উদযাপিত আমাদেরজাগরণ দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে...আল্লামা এম এ মতিন আমাদেরজাগরণ জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক নেতারা আমাদেরজাগরণ আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে...প্রধান উপদেষ্টা আমাদেরজাগরণ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদেরজাগরণ ইসলামের জুমার রাতের আমল ও ফজিলত আমাদেরজাগরণ জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা সংযোগ কমিউনিকেশনস'র যাত্রা শুরু আমাদেরজাগরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুতেও ২৩ টিমধ্যে ২০টি পদে ইসলামি ছাএশিবিরের জয়জয়কার আমাদেরজাগরণ রাকসু নির্বাচনের ফলাফল: ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু।। প্রথম দিনেই দ্রুততম সময়ে জামিন পেলেন ৭ জন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গ্রাহকদের উন্নত সেবা দেয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৫৬:০০ পিএম
এস এম মিজান:
Amader Jagaran_2025-09-12-68c30ea0980d3.jpg

গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে যাচ্ছে।

এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি প্রথম আন্তর্জাতিক মানের ওএমএস গ্রহণে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ এবং কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল।

চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক সিকিউরিটিজের গ্রাহকেরা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

এর ফলে তারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই সরাসরি ট্রেডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজের এজিএম সুবাস দাস, কোম্পানি সচিব গণপতি কুমার, এসপিও মোহাম্মদ আবুল কাশেম, রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি প্রসঙ্গে কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, “আমরা এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি, সবাই সন্তুষ্ট।

বিশেষ করে পূবালী ব্যাংকের সঙ্গে আজকের এই চুক্তি আমাদের জন্য আনন্দের। আমি বিশ্বাস করি এটি উভয় প্রতিষ্ঠানের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে এবং প্রমাণ করবে যে দেশীয় ওএমএস প্রোভাইডারও দেশের শীর্ষ ব্যাংকের সঙ্গে কাজ করতে পারে।

তিনি আরও জানান, “আমরা ইতোমধ্যে দেশি-বিদেশি ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছি। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান সফলভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। একজন দেশীয় উদ্যোক্তা হিসেবে এতে আমাদের গর্বিত লাগছে। পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ বলেন, “দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ওএমএস নেয়া আমাদের জন্য ইতিবাচক পদক্ষেপ।

তারা ইতোমধ্যে সফলভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে। আশা করি ভবিষ্যতেও মানসম্মত সেবা দিয়ে সবার আস্থা অর্জন করবে। একসময় সবাই দেশীয় সমাধানের দিকেই ঝুঁকবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝