ঢাকা, বাংলাদেশ শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ সফলভাবে উদযাপিত আমাদেরজাগরণ দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে...আল্লামা এম এ মতিন আমাদেরজাগরণ জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক নেতারা আমাদেরজাগরণ আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে...প্রধান উপদেষ্টা আমাদেরজাগরণ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদেরজাগরণ ইসলামের জুমার রাতের আমল ও ফজিলত আমাদেরজাগরণ জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা সংযোগ কমিউনিকেশনস'র যাত্রা শুরু আমাদেরজাগরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুতেও ২৩ টিমধ্যে ২০টি পদে ইসলামি ছাএশিবিরের জয়জয়কার আমাদেরজাগরণ রাকসু নির্বাচনের ফলাফল: ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু।। প্রথম দিনেই দ্রুততম সময়ে জামিন পেলেন ৭ জন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাবেক আইন মন্ত্রী আনিসুল হক পিএস তৌফিকা করিম,স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট ফ্রিজ করেছে সিআইডি
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৫৪:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2025-09-30-68dac932ba033.jpg

সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এর বান্ধবী ও সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৮৬ কোটি ৯৮ লক্ষ ৪০ হাজার ৫৫৬ টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (অবরুদ্ধ) করেছে সিআইডি।

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা অদ্য ২৯/০৯/২০২৫ খ্রি. এ আদেশ প্রদান করেন। অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে উপার্জন করেন। উপার্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিং এর অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।

তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক এ্যাকাউন্ট জব্দ করা হয়। অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবের সর্বমোট ৬৫৩,৩৬,৫৮,১৩১/-(ছয় শত তিপ্পান্ন কোটি ছত্রিশ লক্ষ আটান্ন হাজার একশত একত্রিশ) টাকা জমা এবং ৫৬৬,৩৮,১৭,৫৭৫/-(পাঁচশত ছেষট্টি কোটি আটত্রিশ লক্ষ সতের হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা উত্তোলনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়।

উক্ত হিসাবগুলোতে বর্তমানে ৮৬ কোটি ৯৮ লক্ষ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি পাওয়ায় তা ফ্রিজ এর আবেদন করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করার আদেশ প্রদান করেন। অভিযুক্ত তৌফিকা করিমের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং সংক্রান্তে অনুসন্ধান চলমান রয়েছে। এতদ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝