ঢাকা, বাংলাদেশ শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ সফলভাবে উদযাপিত আমাদেরজাগরণ দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে...আল্লামা এম এ মতিন আমাদেরজাগরণ জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক নেতারা আমাদেরজাগরণ আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে...প্রধান উপদেষ্টা আমাদেরজাগরণ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদেরজাগরণ ইসলামের জুমার রাতের আমল ও ফজিলত আমাদেরজাগরণ জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা সংযোগ কমিউনিকেশনস'র যাত্রা শুরু আমাদেরজাগরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুতেও ২৩ টিমধ্যে ২০টি পদে ইসলামি ছাএশিবিরের জয়জয়কার আমাদেরজাগরণ রাকসু নির্বাচনের ফলাফল: ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের আমাদেরজাগরণ নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু।। প্রথম দিনেই দ্রুততম সময়ে জামিন পেলেন ৭ জন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জাতীয় সংসদ নির্বাচন হালচাল২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর ২০টি সংসদীয় আসনে মনোনয়ন পাওয়ার আশায় বি এনপির বিপুল পার্থী মাঠের নেমেছেন
প্রকাশ : রবিবার, ৫ অক্টোবর , ২০২৫, ১১:২০:০০ এএম
এস এম মিজান:
Amader Jagaran_2025-10-05-68e2018cb5db2.jpg

প্রধান উপদেষ্টার ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সব দলের মতই বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির নেতা কর্মীদের মধ্যে ব্যায়াপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কোন প্রার্থীর তালিকা প্রকাশ করেনি।ঢাকা মহানগরে ২০টি সংসদীয় আসনে দ্বিগুণেরও বেশি সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

প্রতিদিন বিভিন্ন সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সভা সমাবেশ জনসংযোগ সহ নানামুখী প্রচারণা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে।দলের কেন্দ্রীয় হাই কমান্ড এখনো কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেননি বলে দলের পক্ষ থেকে বলা হচ্ছে।দলের কেন্দ্রীয় একনেতা বলছেন নানামুখী বিচার-বিশ্লেষণ করে এবার সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলছেন অতিদ্রুত দলের চুড়ান্ত সিদান্ত আসবে।ঢাকার বিশ টি আসনে চলছে ব্যাপক প্রচারণা।দলীয় পোস্টারে ভরপুর উৎসবের আমেজ বইছে ।

ঢাকা-১ আসনে মাঠে রয়েছেন ২ জন, জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও ব্যারিস্টার মেহেনাজ মান্নান। ঢাকা-২ আসনে মাঠে আছেন ৩জন, আমান উল্যাহ আমান(চেয়ারপার্সন উপদেষ্টা), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম। ঢাকা-৩ আসনে মাঠে আছেন ২ জন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। ঢাকা-৪ আসনটি শ্যামপুর থানা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭,৫১,৫২,৫৩,৫৪ নং ওয়ার্ড এলাকা নিয়ে মাঠে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তরুণ জনপ্রিয় নেতা তানভীর আহমেদ রবিন।

ঢাকা-৫ আসন ডেমরা -যাএাবাড়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৪৯,৫০,৬০,৬১,৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭,৬৮,৬৯,৭০ নং ওয়ার্ড নিয়ে গঠিত।এখানে২ জন নেতা মাঠে রয়েছেন, বি এনপির কেন্দ্রীয় বাণিজ্যিক বিষয়ক সম্পাদক প্রবীণ ও ত্যাগী নেতা সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সিনিয়ার যুগ্ন আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা-৬ দক্ষিণ সিটির ৩৪,৩৭,৩৮,৩৯,৪০,৪১,৪২,৪৩,৪৪,৪৫,৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত, এখানে ২ জন মাঠে আছেন।তরুণ জনপ্রিয় নেতা সাবেক মেয়র প্রার্থী ইসরাক হোসেন,। ঢাকা দক্ষিণ বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

ঢাকা-৭ এ আসনটি -বংশালের একাংশ,কোতোয়ালি, লালবাগ,হাজারীবাগ,চজবাজার ও ধানমন্ডি একাংশ নিয়ে গঠিত।মাঠে আছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ,মীর নেওয়াজ আলী,নাসিমা আক্তার কল্পনা,ও ইসহাক সরকার। ঢাকা-৮ আসন টি মতিঝিল, শাহবাগ,রমনা,পল্টন, শাহজাহানপুর নিয়ে গঠিত।এই আসনে মাঠে রয়েছেন বি এনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস, ও বিএনপি'র যুগ্ন মহাসচিব হাবি উন নবী সোহেল। ঢাকা-৯ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১,২,৩,৪,৫,৬,৭,৭১,৭২,৭৩,৭৪, ৭৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত, এই আসনে মাঠে আছেন মির্জা আব্বাস, আফরোজা আব্বাস,হাবিব উন নবী সোহেল,দলে নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা-১০ আসনটি ঢাকা মহানগর দক্ষিণ সিটির ১৪,১৫,১৬,১৭,১৮,২২,নং ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মাঠে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি,এই আসনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর বোন বিন্দু,নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। ঢাকা-১১ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১২২,২৩,৩৭,৩৮,৩৯,৪০৪১,৪২,ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মাঠে আছেন বিএনপি'র ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং তার স্ত্রী। ঢাকা-১২ উত্তর সিটি কর্পোরেশনের ২৪,২৫,২৬,২৭,৩৫,৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত, এখানে মাঠে রয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, আনোয়ারুজ্জামান আনোয়ার, মো,শাহাবুদ্দিন আহাম্মদ। ঢাকা-১৩ উত্তর সিটি কর্পোরেশনের ২৮,২৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,নং ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মাঠে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ঢাকা-১৪, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৭,৮,৯,১০,১১,১২ নং ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন,নিয়ে গঠিত , এখানে মাঠে রয়েছেন -এম এ ছিদ্দিক সাজু,মাহাদী আমিন, জগলুল পাসা পাপেল। ঢাকা-১৫ উত্তর সিটি কর্পোরেশনের ৪,১৩,১৪,১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত এখানে মাঠে আছেন মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা-১৬ উত্তর সিটি কর্পোরেশনের ২,৩,৫,৬,নং ওয়ার্ড নিয়ে গঠিত এখানে মাঠে রয়েছেন ঢাকা উত্তরের বিএনপির আহবায়ক -আমিনুল হক,। ঢাকা-১৭ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫,১৮,১৯,২০, নং ওয়ার্ড ও ঢাকা ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত এই আসনটিতে কামাল জামাল মোল্লা ও মেজর অবঃ কামরুল ইসলাম মাঠে রয়েছেন। ঢাকা-১৮, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১,১৭,৪৩,৪৪,৪৫,৪৬,৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২৫৩,৫৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মাঠে আছেন এস এম জাহাঙ্গীর হোসেন, কোফিল উদ্দিন আহমেদ, মোস্তফা কামাল। ঢাকা-১৯, সাভার উপজেলা শিমুলিয়া, ধাম সোনা, পাথালিয়া,ইয়ারপুর,আশুলিয়া,বিরুলিয়া,বনগাঁও ইউনিয়ন ও সাভার পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে মাঠে রয়েছেন -ডাঃদেওয়ান সালাউদ্দিন বাবু, হানিফ পরিবহনের মালিক হানিফ,এবং কফিল উদ্দিন।

ঢাকা-২০ আসনটি ধামরাই উপজেলা নিয়ে ঘঠিত এখানে মাঠে আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, তমিজ উদ্দিন, ইয়াসিন ফেরদৌস মোরাদ। বি এনপির হাই কমান্ড বলছেন প্রার্থীদের চূড়ান্ত রায় হবে সব দিক বিচার বিশ্লেষণ করে। দলের জন্য নিবেদিত ক্লিন ইমেজ, ত্যাগী নেতাদের প্রধান্য থাকবে।বি এনপির বাণিজ্যিক বিষয় সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলছেন আমরা দেশের স্বার্থে, দলের স্বার্থে, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করব এটাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। আমরা তার নির্দেশ মেনে চলবো জয় অবশ্যই আসবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝