ঢাকা, বাংলাদেশ শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ , ৩ কার্তিক ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আমাদেরজাগরণ পাসপোর্টস সূচকে ৬ ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে এক নাম্বার সিঙ্গাপুর আমাদেরজাগরণ ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক গড়ে উঠবে...ডোনাল্ড ট্রাম্প আমাদেরজাগরণ জুলাই যুদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা, সারাদেশে মহাসড়ক অবরোধ ঘোষনা দিলেন জুলাই যুদ্ধারা। এস এম মিজান-- আমাদেরজাগরণ বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ সফলভাবে উদযাপিত আমাদেরজাগরণ দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে...আল্লামা এম এ মতিন আমাদেরজাগরণ জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক নেতারা আমাদেরজাগরণ আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে...প্রধান উপদেষ্টা আমাদেরজাগরণ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদেরজাগরণ ইসলামের জুমার রাতের আমল ও ফজিলত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুতেও ২৩ টিমধ্যে ২০টি পদে ইসলামি ছাএশিবিরের জয়জয়কার
প্রকাশ : শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ০৯:৩৭:০০ এএম
নিজস্ব প্রতিবেদক রাজশাহী:
Amader Jagaran_2025-10-17-68f1bd98cc2cb.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ১৬অক্টোবর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।এতে ভিপি হলেন বাংলাদেশ ইসলামি ছাএশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ, জি এস হলেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার।এজিএস জয়ী হলেন শিবির সমর্থিত এস এম সালমান সাব্বির ।

এর আগে ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে রাত থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। পুরো রাত ভোট গণনা শেষে শুক্রবার( ১৭অক্টোবর) সকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান নির্বাচনীয় ফলাফল দেওয়া শুরু করে। ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২হাজার ৬৮৭ভোট।

নিকটতম প্রার্থী ছাত্রদলের নুরুদ্দিন আবির পেয়েছেন ৩হাজার ৩৯৭ ভোট।অন্যদিকে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার পেয়েছে ১১হাজার ৫৩৭ ভোট।তার নিকটতম শিবিরের সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি পেয়েছে ৫ হাজার ৭২৯ভোট।এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হলেন।প্রতিবন্ধী ছাত্রদলের পেয়েছেন ৫ হাজার ৯৪১ভোট।

জাকসুর ২৩টি পদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০পদে জয়লাভ করেন। এবার রাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০১,। ৯টি একাডেমী ভবনে স্হাপিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণচলে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদের জন্য ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে রয়েছে ভিপি,জিএস, এজিএস সহ গুরুত্বপূর্ণ পদসমূহ।সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮জন প্রতিদ্বন্দিতা করেছেন।

১৭টি সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৩৯.১০%নারী, ৬০.৯০%পুরুষ। এদিকে মেয়েদের ৬ হলেই ইসলামি ছাএশিবিরের শীর্ষ পদে জয়জয়কার। এদিকে ২৩ পদের মধ্যে ২০টি পদে ইসলামি ছাত্র শিবিরের জয়পেয়েছেন।নির্বাচনীয় ফলাফল ঘোষণার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহ উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।

ছাত্র-ছাত্রীদের ৩৫ বছরে এমন আনন্দ উৎসব দেখা যায়নি। ছাত্র নেতারা বলছেন নির্বাচনে সকল ছাত্র-ছাত্রীদের বিজয় হয়েছে। এক ছাত্র নেতা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিপুল জয় প্রমাণ করে ছাএছএীরা সত্য আদর্শের নেতৃত্ব চায়।তার প্রমাণ তারা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছেন।

এদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় , রাজশাহী বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র নেতাদের অভিনন্দন জানালেন। জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝