| সংবাদ শিরোনাম: |
বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা,শফিকুর রহমান বলছেন আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই। এবার একক ভাবে নয়, আরো দলের সাথে নির্বাচন করব।
যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন জামাত ইসলাম বহু আগেই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। দ্রুত আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকায় প্রকাশ করা হবে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) ভোরে সৌদি আরব পবিত্র ওমরা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সফর শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করছিলেন।বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে জামাতের আমির কে বরণ করে নিতে ব্যানার,ফুল নিয়ে সারি বদ্ধ দাড়িয়ে থাকেন নেতা কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ ন ম সামসুল ইসলাম,সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সরকারি সেক্রেটারি এটিএম মাসুদ, মাওলানা আব্দুল হালিম, রফিকুল ইসলাম, হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যান্য বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ১৯ অক্টোবর ওমরার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন জামাতের আমির, অবশেষে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান, ১৫ দিনের সফরে তিনি প্রবাসী দের সাথে মতবিনিময় ও সভা সমাবেশে অংশ নেন।