| সংবাদ শিরোনাম: |
পাকিস্হান সহ ৩টি দেশের দূতাবাস বন্ধের সিদান্ত নিয়েছেন ফিনল্যান্ড। ২০২৬ সালের মধ্যে এই সিদান্ত কার্যকর করা হবে জানালেন ফিনল্যান্ড।
রোববার(৩০ নভেন্বর) পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন পত্রিকায় এ তথ্য প্রকাশ করেন।ফিনল্যান্ড জানিয়েছেন পাকিস্হান, আফগানিস্তান মিয়ানমারে তাদের দূতাবাস গুলো ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বিবৃতিতে জানান সিদ্ধান্তটি কার্যকর ও কৌশলগত কারণ বিবেচনায় নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পরিবর্তন রাজনৈতিক পরিস্থিতির কারণে ফিনল্যান্ড এর সাথে সীমিত ও বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্কের কারণে এই সিদান্ত নেওয়া হয়।
দূতাবাস বন্ধের চুড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে। তিনটি দেশের দূতাবাস বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে ২০২৬ সালের মধ্যে আনুষ্ঠানিক ভাবে বন্ধ করা হবে।ফিনল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেন আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আমাদের দূতাবাসগুলো পদ্মতিগত ভাবে কুটনৈতিক নেটওয়ার্ক উন্নত করছি।দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে এসব সিদ্ধান্ত আমাদের আরো শক্তিশালী ও প্রতিযোগীতা মূলক ফিনল্যান্ড গঠন করতে সহায়ক করবে।