জাতীয়

এদেশের মোড়ে মোড়ে ভারতের দালাল পাওয়া যায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ২:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা এমন এক দূর্ভাগা দেশের নাগরিক, যে দেশের মোড়ে মোড়ে ভারতের দালাল পাওয়া যায়। পিয়ন থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত এই দালালরা নিজ দেশকে ধ্বংস করে অন্য দেশের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত থাকে। এদেশে তাদের বডি থাকলেও হৃদয় থাকে দিল্লীতে।
পৃথিবীর অন্য কোন দেশে এমন নজির নেই। দালালদের দৌড়াত্বের কারণে দেশ ও দেশের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার দিকে। এই দালালদেরকে চিন্হিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে। দেশের স্থিতিশীলতা ও স্বনির্ভরতা অর্জন করতে এই দালালগোষ্ঠিকে চিরতরে উৎখাত করতে হবে। ভারতের পা চেটে রাজনৈতী করে ক্ষমতাসীন হয়ে দেশকে যারা ভারতের করদরাজ্যে পরিণত করতে চায় তারা দেশপ্রেমিক নয়; প্রতারক, ভণ্ড ও দেশদ্রোহী। তাদের কারণে সংস্কার বাধাগ্রস্ত হলে ২৪ এর জুলাই অভ্যুত্থান বিপন্ন হবে।

আজ শনিবার ২৪ মে’ ২৫ সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিমানবন্দর থানা শাখার পরিচিতি সভা ও দায়িত্বশীল তারবিয়ত (প্রশিক্ষণ) এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি ডাক্তার মোঃ আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ অলিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতী মোঃ মাছউদুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা মুখতার আহমদ, খলিলুর রহমান আল ওয়ায়েসী, আবদুল হান্নান, মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান, আলহাজ্ব শাহ আলম, বশির আহমাদ, ইবরাহীম, মুফতী আতিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content