অপরাধ

চাকরির প্রাপ্য পাওনা টাকা চাওয়ার জের: মা-মেয়েকে শ্লীলতাহানি গ্রেফতার একজন

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৬:০১:৫২ প্রিন্ট সংস্করণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
চাকরির প্রাপ্য পাওনা টাকা চাওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে গুলি লেগে আহত মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামে আহত এক যুবককে পিটিয়ে ও বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত জখম করেছে ১০/১২ জন সন্ত্রাসী। মঙ্গলবার দিবাগত রাতে মুসলিমনগর নিউ টাউন সাইনবোর্ড স্পিডবোর্ড কারখানার পাশে সজিবের কাটুন ফ্যাক্টরীর সামনে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা ওই যুবকের মাথায় বাঁশ দিয়ে আঘাতসহ শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার ভোরে অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরক্ষণেই পুলিশ অভিযুক্ত মো. রুবেল ওরফে সোহেলকে (২৯) পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। বুধবার বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্যান্য আসামীরা হলো-সজিব মিয়া(৩০), আছিউর(৪৮) ও মাশকুর রহমান(৪৮)।

প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী জোছনা বেগম জানান, ইয়াসিন আরাফাত রনি প্রায় ৮ মাস আগে সাইনবোর্ড স্পিড বোর্ড কারখানায় সজিব মিয়ার কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করতো। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রায় ৩ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলো সে। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে গত ২৫ মার্চ রাতে কারখানার মালিকের কাছ থেকে প্রাপ্য বেতন নেওয়ার জন্য গেলে রুবেল (সোহেল), সজিব মিয়াসহ অভিযুক্তরা রনিকে মারধর শুরু করে। এক পর্যায়ে অসামি রুবেল ভুক্তভোগীর ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ভেঙে ফেলে। এ ঘটনায় রনি জ্ঞান হারালে স্থানীয় লোকজননের মাধ্যমে খবর মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে আসে। এ সময় আসামিরা তাদের উপর আক্রমণ করে। এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা বোন মারিয়ার কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানি করে। এ ঘটনায়ঢ আহত অবস্থায় ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেমরা থানার ওসি মো.মাহমুদুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং রুবেল নামে একজনকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: অপরাধ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে…বিজিবি

কথিত  সাংবাদিক রিয়াজ শশুর বাড়ির টাকা আত্মসাৎ করে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগীদের অভিযোগ উঠেছে 

খুলনায় স্কুল প্রধান শিক্ষককে গুলি করে হত্যাচেষ্টা

রূপগঞ্জে বয়োবৃদ্ধর চিকিৎসার ব্যয় বহন নিয়ে হাসপাতালে দু সংসারের লোকজনের মারামারি, সত্য গোপন রেখে সাংবাদিক রিয়াজের মিথ্যাচার

বিকৃত যৌনচার,ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের