সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ভোলাবাসীর তিনদফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

  প্রতিনিধি ২ মে ২০২৫ , ১২:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

ভোলা বাসীর ঘোষণা,সেতু ছাড়া চলবেনা, এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ডাচ্ বাংলা ব্যাংক সংলগ্নে বৃহত্তর বরিশাল ভোলাবাসী বাসিন্দাদের উদ্যোগে তিনদফা দাবিতে এক মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকাল ৩ ঘটিকার সময় বরিশাল-ভোলাবাসীর দাবি ‘ভোলা বরিশাল সেতু, ভােলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ভোলার গ্যাস ভোলায় থাকবে, এমনটি দাবিমত আদায়ের লক্ষ্যে মহাসড়ক বন্ধ করে এ সমাবেশের ডাক দেয়াহয়।

এসময় সমাবেশের সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন খান, এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বার কাউন্সিলের এড. মহিবুল্লাহ খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসস নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক হালিম মূসা, বিশিষ্ট ব্যবসায়ী জাকির ও সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা আব্দুল হালিম জুয়েল প্রমূখ।

উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, ভোলা বরিশাল সেতু, ভােলা মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলার গ্যাস ভোলায় থাকবে ৩ দফা দাবি মানতে হবে বলে দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ হুশিয়ারি প্রদান করেন। তাঁদের এ দাবি না মানলে, রাজপথে আরও জোড়াল ভাবে আন্দোলনের কথা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content