রাজনীতি

সিদ্ধিরগঞ্জে সাবেক এমপি গিয়াস উদ্দিনের ঈদের শুভেচ্ছা বিনিময়

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ৫:৫৪:৫৫ প্রিন্ট সংস্করণ

কবির হোসেন নারায়ণগঞ্জ :

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। শনিবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন।
তিনি বলেন, ক্ষমতায় থাকলেও কাজ করবে বিএনপি, ক্ষমতায় না থাকলেও কাজ করবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আমাদেরকে কল্যানকামী রাষ্ট্র প্রতিষ্টা করতে হবে। উৎপাদন আর উন্নয়নের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি দেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল এবং জনপ্রিয় দল। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে। কাজেই এ দেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছেই সবচেয়ে বেশি। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এদেশের গণতন্ত্রের অধিকার হারা মানুষ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি নির্বাচনে নিজেদের ভোট প্রয়োগ করতে পারেনি। নিজেদের পছন্দের মতো নেতা নির্বাচন করতে পারেনি। তারা যেন ভোটের অধিকার ফিরে পায়। তারা যেন নির্বিঘেœ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে দেশ শাসন করার সুযোগ দিতে পারে। এ প্রত্যাশা আমরা করি। এখন দেশে অন্তর্বতীকালিন সরকার রয়েছেন। আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের অধীকার জনগণের কাছে ফিরিয়ে দেন। নির্বাচন দেন। তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ ফতুল্লা এলাকাটি ডিএনডির অভ্যন্তরে অবস্থিত। ডিএনডিবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনের আমরা চেষ্টা করে যাচ্ছি। উপদেষ্টাদের সাথে কথা বলছি। ফতুল্লা এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইরে থাকায় এটি সিটির অধীনে আনতে চিঠি দেয়া হয়েছে।
৯ নম্বর ওয়ার্ড এলাকার জালকুড়ি এলাকার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, থানা বিএনপি নেতা আবুল হোসেন, মো. রওশন আলী ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content